মোঃ ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নবায়ন,সদস্য সংগ্রহ ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ভূল্লী ডিগ্রী কলেজের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ্যাড.অরুনাংশু দত্ত টিটো। তিনি বলেন,বিএনপি-জামায়াত বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চায়। তাই সতর্ক থাকতে হবে,যাতে বিএনপি-জামায়াত চক্র আবার ক্ষমতায় না আসে। এজন্য সব ভেদাভেদ ভুলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে আগামী নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করার জন্য কাজ করতে হবে।
৫নং বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শ্রী রাম বাবু বর্মনের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভূল্লী ডিগ্রি কলেজের অধ্যক্ষ জুলফিকার আলী,সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার প্রমূখ।