ভোলা প্রতিনিধি:
ভোলার তজুমদ্দিনে চারশতগ্রাম গাঁজাসহ মোঃ নাহিদ(২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে উপজেলার সোনাপুর ইউনিয়ন ইউনিয়নের ৮নং ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়। নাহিদ ওই এলাকার আজম খোনকারের ছেলে।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনাপুর ইউনিয়ন ইউনিয়নের ৮নং ওয়ার্ডে অভিযান চালায় তজুমদ্দিন থানার এসআই(নিঃ)/মোঃ রাশেদুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্স । এসময় ওই এলাকার নাহিদ কে তারই সরকারি আবাসনের সংলগ্ন মোঃ আইয়ুব মিয়ার দোকানের পিছনে বাগানের মধ্য হইতে চারশতগ্রাম গাঁজাসহ আটক করতে সক্ষম হন তারা।
আটকের বিষয়টি নিশ্চিত করে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুর রহমান বলেন, এ ঘটনায় আটক নাহিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply