আরশাদ মামুন,
“মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার লালমোহন উপজেলার ১৯৭ টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরন করা হয়েছে।
রবিবার সকালে লালমোহন উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের হাতে ল্যাপটপ তুলে দেন ভোলা -৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
এসময় সহকারী কমিশনার ভুমি মোঃ ইমরান মাহমুদ ডালিম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম বাদল সহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও শিক্ষক /শিক্ষিকাগন।