
আরশাদ মামুন
লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে আকস্মিক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জহুরুল ইসলাম হাওলাদার।
১২ জুন সোমবার রাত সাড়ে নয়টার দিকে বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ মোস্তফা মিয়া, সাধারণ সম্পাদক আলি আহমেদ বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক হাছনাতুজ্জামান সোহাগ, কোষাধ্যক্ষ আবদুল খালেক সওদাগর ও বিচার বিষয়ক সম্পাদক মঞ্জু তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
আকস্মিক মতবিনিময় সভার বিষয়ে লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ মোস্তফা মিয়া বলেন, লালমোহন বাজার ব্যবসায়ীদের কোন প্রকার সমস্যা, সিসি ক্যামেরা, দ্রব্যমূল্যর দাম নিয়ন্ত্রণসহ সার্বিক পরিস্থিতি নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জহুরুল ইসলাম হাওলাদারের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলেও জানিয়ে দেওয়া হয়। এর প্রেক্ষিতে ব্যবসায়ীদের আইনসিদ্ধ যে কোন বিষয়ে পুলিশের পক্ষ থেকে সর্বাত্তক সহযোগিতার বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলেও জানান ব্যবসায়ী সমিতির সফল সভাপতি আলহাজ্ব মোস্তফা মিয়া।