
আরশাদ মামুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাস্তবায়িত ডিজিটাল বাংলাদেশ-কে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের লক্ষ্যে ইয়ুথ ভোলা-৩ এর প্রধান উদ্যোক্তা ইশরাক চৌধুরী নাওয়াল এর পরিকল্পনায় ভোলার লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় বাস্তবায়নে বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষন সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা ও ল্যাপটপ বিতরন করা হয়েছে।
১৭ জুন শনিবার সকালে নুরুন্নবী চৌধুরী শাওন ফ্রি কম্পিউটার প্রশিক্ষন সেন্টার লালমোহন এর আয়োজনে, ইয়ুথ ভোলা-৩ এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে আইসিটিতে পারদর্শী হতে হবে। জ্ঞান বিজ্ঞান তথ্য প্রযুক্তি সমৃদ্ধ স্মার্ট নাগরিক গড়তে আইসিটিতে দক্ষতার বিকল্প নেই।
এসময় হাজী মোঃ নুরুল ইসলাম চৌধুরী ট্রেনিং ইনষ্টিটিউট এর অধ্যক্ষ জনাব নুরুল আমিন খান শাহজাহান এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ফখরুল আলম হাওলাদার, সহ-সভাপতি আকতার হোসেন হাওলাদার, যুগ্ম-সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আনোয়ারুল ইসলাম রিপন সহ সকল নেতৃবৃন্দ প্রশিক্ষক ও প্রশিক্ষনার্থী বৃন্দরা।