
আরশাদ মামুন
পবিত্র হজ্জ ব্রত পালন উপলক্ষে দ্বিতীয় বারের মতো পবিত্র নগরী সৌদি আরবে অবস্থান করছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। প্রতিবছর শরীরের উপস্থিত থাকলেও এবার না থাকতে পারলেও নিজ এলাকার জনগনের কথা মনে রেখেই পবিত্র ঈদুল আজহার নামাজের পূর্বে মুসল্লীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এমপি শাওন।
২৯ জুন সকালে পবিত্র ঈদ-উল-আযহার ঈদের জামাত লালমোহন কেন্দ্রীয় ঈদ গাহ্ মাঠ (লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসা মাঠে) অনুষ্ঠিত হয়। ঈদের জামাতে সৌদি আরবের পবিত্র মক্কা নগরী থেকে র্ভাচুয়ালী বক্তব্যে এমপি শাওন বলেন, ২০১০ সালের ২৪ এপ্রিল উপ-নির্বাচনের মাধ্যমে প্রথম বারের মতো আপনারা আমাকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত করার পর এই পর্যন্ত সময়ে মাত্র দু’বার পবিত্র হজ্ব পালনের জন্য সৌদি আরব থাকায় আপনাদের সাথে ঈদ করতে পারিনি। বাকী সকল ঈদে আপনাদের সাথে ছিলাম। এই ঈদে পবিত্র মক্কা নগরীতে থাকলেও মনে হয় আমি আপনাদের মাঝে আছি। আমি পবিত্র হজ্বে লালমোহন তজুমদ্দিনবাসী সহ সকল মুসলিম উম্মার জন্য দোয়া করেছি। আপনারা আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন।
এসময় সকল ধর্মপ্রান মুসলমানগন এমপি শাওনের এমন মমত্ববোধে বিমোহিত হয়েছেন।