আরশাদ মামুন।
ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের নেতৃত্বে রাজধানীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশে নিজ এলাকার দশ সহস্রাধিক জনতার সরব উপস্থিতি ফের ঢাকার রাজনীতিতে জননেতার এমন কর্মে সাংগঠনিক ভাবে দলকে সুসংগঠিত করার সফলতার বহিঃপ্রকাশই নয় রীতিমতো চমক সৃষ্টি হয়েছে।
শুক্রবার জুম্মা পরবর্তী হাইকোর্টের অপর প্রান্তে গণপূর্ত ভবনের সামনে উপস্থিত হতে থাকে লালমোহন তজুমদ্দিনের দশ সহস্রাধিক নেতাকর্মী। গত ২৭ জুলাই নিজ এলাকা থেকে যাওয়ার সময় ২৮ জুলাইয়ের শান্তি সমাবেশে পনের বিশ হাজার লোক নিয়ে উপস্থিত হওয়ার কথা জানিয়ে ঢাকায় চলে যান জনতার নেতা এমপি শাওন।
যেমন কথা তেমন কাজ দলের শান্তি সমাবেশ শুরুর পূর্বেই এমপি শাওনের নেতৃত্বে দশ সহস্রাধিক নেতাকর্মীর বিশাল মিছিল রাজধানী বাসীকে ফের মনে করিয়ে দিলে রাজনীতির রাজপথে সাংগঠনিক দক্ষতার মিশেলে যুব রাজনীতির যুবরাজ এমপি শাওনের ডায়নামিক ক্যারিশমার রাজনীতির বরপুত্র নন্দিত জননেতা এমপি শাওন। বিশাল জনসমুদ্রের মিছিলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ফরিদপুর -৪ আসনের মাননীয় এমপি মজিবর রহমান নিক্সন চৌধুরী।
উল্লেখ্য, এমপি শাওনের আহবানে মূহুর্তেই পথসভা জনসভায় আর জনসভা হরহামেশাই জনতার জনসমুদ্রে পরিনত হওয়ার হাজারো দৃষ্টিান্ত রয়েছে।