
লোকমান খাঁন, মনপুরা।
ভোলার জেলার মনপুরা উপজেলা ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়ন এর ১নং ওয়ার্ড, আলম বাজারে গত রাত (১৯ জুলাই) বুধবার রাত আনুমানিক ০২:১৫ আগুনে
৫ টি দোকান ও চার টি মোটরসাইকেল পুড়ে চাই হয়ে যাই,মোঃ তৌহিদ,মুদি দোকান,
মোঃ ঈমাম হোসেনের , ফার্মেসি দোকান,এবং দোকানে পুড়ে যাওয়ার পর ও অক্ষত অবস্থায় একটি কোরআন শরীফ পাওয়া যায়।
মোঃ জসিম মাহাজন হকের দোকান,
মোঃ ইব্রাহিম সুকানি, পিতাঃ মোঃ নাসির আহমদের দোকান, মোঃ সাদ্দাম, পিতাঃ সালাউদ্দিন সুকানির ফার্মেসি দোকান,পুড়ে ছাঁই হয়ে যাই।
এবং ৪টা মোটরসাইকেল পুড়ে যাই
(১)মোঃইউসুফ (২)মোঃইসমাইল (৩)মোঃআলাউদ্দিন (৪)মোঃসাদ্দাম। সংবাদ পেয়ে ফায়ারসার্ভিস ও মনপুরা থানা পুলিশ দ্রুত ঘটনা স্থলে জান, রাত আনুমানিক ০২:৪৫ আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষয় খতির পরিমাণ আনুমানিক ৮০ লক্ষ টাকা।