লালমোহন ভোলা প্রতিনিধি :
ভোলার লালমোহনে চাঁদা না দেয়ায় মোঃ আমির হোসেন নামে এক যুবকের হামলার অভিযোগ উঠেছে। শনিবার সকালে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের হাফিজ উদ্দিন বাজারে এ ঘটনা ঘটে। হামলায় আহত আমীর হোসেন বর্তমানে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আমীর হোসেন বলেন, হাফিজ উদ্দিন বাজারে আমার পাঁচটি দোকানঘর ভাড়া দেই এবং পেছনেই নিজে বাসা করে বসবাস করি। এদিকে ওই বাজারে কেউ ব্যবসা বা দোকানঘর ভাড়া দিতে হলে একই বাজারের কীটনাশকের ব্যবসায়ী জাকির ও তার লোকজন কে চাঁদা দিতে হয়। তারই ধারাবাহিকতায় আমার কাছ থেকে পাঁচলক্ষ টাকা চাঁদা চায় জাকির।
চাঁদা না দেয়ায় আমার দোকানের ভাড়াটিয়াদের কে ঘর ছেড়ে দিতে বলে জাকির।
আমীর হোসেন আরও বলেন, আজ সকালে বাসা থেকে একলক্ষ টাকা নিয়ে পাওনাদার কে দেয়ার উদ্দেশ্যে রওয়ানা হই। এসময় ইকবাল, মোশাররফ, হোসেন, খোকন, হাসান, রাসেলসহ আরও কয়েকজন মিলে আমার পথরোধ করে। আমাকে মারধর করে টাকাগুলো ছিনিয়ে নেয় এবং আমার আঙ্গুল থেকে একটি আংটি খুলে নেয়। পরে স্থানীয়রা এসে আমাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন আমীর হোসেন।
এ বিষয়ে জানতে চাইলে কীটনাশক ব্যবসায়ী জাকিরের মুঠোফোনে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, এই বেপারে কোনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনগত বেবস্থা গ্রহন করাহবে।
Leave a Reply