
আরশাদ মামুন।
লালমোহনে বর্নাঢ্য আয়োজনে সেবা শান্তি প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নানা আয়োজনে লালমোহন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে ।
২৭ জুলাই বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক তানজিম হাওলাদারের সভাপতিত্বে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক কাউন্সিলর জসিম ফরাজির সমন্বয়ে ও যুগ্ম আহবায়ক বেল্লাল শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার।