
আরশাদ মামুন।
লালমোহন কালমা ইউনিয়ন আওয়ামী যুবলীগের ( উত্তর ) শাখার নব গঠিত আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। উপজেলা আওয়ামী যুবলীগ আহবায়ক আবুল হাসান রিমন ও যুগ্ম আহবায়ক জয়ন্ত চন্দ পন্টি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। কমিটিতে মো: রাজিব হাওলাদারকে আহবায়ক ও নিজাম উদ্দিন সোহেলকে ১নং যুগ্ম আহবায়ক করে ২৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে নতুন কমিটির পক্ষ থেকে ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন মহোদয়, কালমা ইউপি বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আকতার হোসেন হাওলাদার ও উপজেলা যুবলীগ নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতাসহ শুভেচ্ছা জানিয়েছেন নতুন কমিটির আহবায়ক রাজিব হাওলাদারসহ নেতৃবৃন্দ।
নতুন কমিটির আহবায়ক রাজিব হাওলাদার বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের নেতা আমাদের অভিভাবক মাননীয় এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন মহোদয়ের চতুর্থ বিজয়ের মধ্য দিয়ে জননেত্রী শেখ হাসিনার সরকারকে পুনরায় ক্ষমতায় রাখতে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো ইনশাআল্লাহ। আমাদেরকে এমন দায়িত্ব প্রদান করায় মাননীয় এমপি শাওন মহোদয়, কালমা ইউনিয়নের জনতার চেয়ারম্যান আকতার হোসেন হাওলাদার ও উপজেলা যুবলীগ নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।