ভোলার লালমোহনে জমি সংক্রান্ত পূর্ব শক্রতার জের ধরে সুমন হাওলাদার নামের এক যুবককে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়াগেছে প্রতিপক্ষ আলামিন ও শামীমসহ তাদের দলবলের বিরুদ্ধে। গত ২১ জুলাই দুপুরে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের হাফিজ উদ্দিন বাজার সংলগ্ন এলাকায় হামলা ও কুপিয়ে জখমের ঘটনা ঘটে।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। এঘটনায় আহত সুমন হাওলাদারের বড় ভাই রুবেল হাওলাদার বাদী হয়ে ৪ জনকে আসামী করে লালমোহন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
আহত সুমন হাওলাদারের বড় ভাই রুবেল হাওলাদার ‘ক্রাইম বাংলা’কে জানান, ঘটনার দিন তার নানা বাড়িতে আকিকা অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিপক্ষ মো. মাসুদ হাওলাদারের ছেলে আলামিন ও শামীমসহ ১০/ ১২ জনের একটি সংঘবদ্ধ চক্র তার পথরোধ করে তার ওপর অর্তকিত হামলা চালায় ।
এসময় তিনি বাধা দিলে তাকে এলোপাতারি কুপিয়ে জখম করেন। তার ডাক চিৎকারের পথচারী ও স্বজনরা চলে এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে লালমোহান হাসপাতালে ভর্তি করেন।
পরে সুমন হাওলাদারের অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করেন। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
প্রতিপক্ষ আলামিন ও শামীমের মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য নেয়া সম্ভবয়নি।
লালমোহন থানার ওসি মো. মাহাবুবুর রহমান জানান, এঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি খতিয়ে দেখে আইনিগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply