
মুশফিক হাওলাদার ভোলা প্রতিনিধিঃ
ভোলার তজুমদ্দিনে নূরুন্নবী চৌধুরী শাওন ফ্রি আইসিটি প্রশিক্ষণ সেন্টার সোনাপুর ইউনিয়ন শাখার উদ্বোধন ও সৃজনশীল অগ্রগামী উন্নয়ন সংসদের আয়োজনে ও ইয়ুথ ভোলা ০৩ এর সৌজন্যে শোকের মাস আগস্ট উপলক্ষে দিনব্যাপী ফ্রি ডেন্টাল চেকআপ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
এ প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদেরকে সম্পূর্ণ বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করা হবে।
নূরুন্নবী চৌধুরী শাওন ফ্রি আইসিটি প্রশিক্ষণ সেন্টার তজুমদ্দিন শাখার পরিচালক সাদির হোসেন রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভোলা ০৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরে বাংলাদেশে অনেক উন্নয়ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এখন স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছেন।
তিনি আরো বলেন, আগস্ট মাস শোকের মাস, শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যাবে বাংলাদেশ। সোনাপুর বাসির জন্য শোকের মাসে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ ও ডেন্টাল চিকিৎসার ব্যবস্থা করেছি। আপনারা বঙ্গবন্ধু ও তার পরিবারের জন্য দোয়া করবেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ, আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, সোনাপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিশু, অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, সোনাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন প্রমুখ।