আরশাদ মামুন।
কাক ডাকা ভোর থেকে দুপুর পর্যন্ত মোটর সাইকেল নিয়ে বেরিয়ে নির্বাচনী এলাকা লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ৪ ও ৫নং ওয়ার্ড এবং পৌরসভা ১০নং ওয়ার্ডের বিভিন্ন বাসায় গিয়ে সরেজমিনে সাধারণ জনগণের সাথে কুশল বিনিময় করার পাশাপাশি স্থানীয় মুরব্বীদের বয়স্কভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও স্বামী নিগৃহীতা ভাতা সহ সকল প্রকার নাগরিক সুবিধা সমূহ প্রদান করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়নে উপজেলা সমাজসেবা কর্মকর্তা-কে তাৎক্ষণিক ডেকে এনে সকলের ভাতা প্রদানের ব্যবস্থা গ্রহণ, উপজেলা সহকারী প্রকৌশলী ও সার্ভেয়ার-কে ডেকে উক্ত এলাকার রাস্তাঘাট ও ব্রীজ-কালভার্ট এবং বিশুদ্ধ পানির শতভাগ নিশ্চয়তা প্রদানের জন্য গভীর নলকুপ সহ সাধারণ মানুষের চাহিদা পুরনের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত একাই মোটরসাইকেল চালিয়ে সাধারণ মানুষের পাশে ছুটে যান এমপি শাওন।
এছাড়াও অসহায়-দরিদ্র মানুষের চিকিৎসার জন্য নগদ অর্থ বিতরণ ও টিউবওয়েলের জন্য সরকারি ফিও নিজের পকেট থেকে দিয়ে দৃষ্টান্ত তৈরি করেন এমপি শাওন। নিজ নির্বাচনী এলাকায় অবস্থানকালে প্রায় তৃনমূলের হতদরিদ্র, অসহায় ও দুঃস্থ মানুষের খোঁজখবর নিতে এইভাবে একা বেড়িয়ে পড়েন এমপি শাওন।
Leave a Reply