আরশাদ মামুন।
লালমোহনের অজপাড়া গাঁয়ের বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থীর পাসের সাফল্য অর্জনের রেকর্ড সৃষ্টি হয়েছে।
উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের হিন্দু অধ্যুষিত অন্নদা প্রসাদ গ্রামের জিএম বাজার এলাকায় অবস্থিত গুনমনি মাধ্যমিক বিদ্যালয়ের ২৮ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেন। সম্প্রতি প্রকাশিত ফলাফলে ওই বিদ্যালয় শতভাগ পাসের রেকর্ড অর্জন করেছেন। ওই এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব, শিক্ষানুরাগী সমাজসেবক দানবীর স্বর্গীয় গুনমনি ব্যক্তিগত জমি দানের মাধ্যমে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বর্তমানে প্রতিষ্ঠাতার সন্তান অভিমান্য দাস বিদ্যালয়টির প্রধান শিক্ষকের দায়িত্বে আসীন আছেন।
এসএসসি পরীক্ষার্দীদের এমন অভূতপূর্ব সাফল্যর নেপথ্যে কান্ডারী প্রধান শিক্ষক অভিমান্য দাস বলেন, আমার স্বর্গীয় পিতা গুনমনি দাসের এ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী পাস করার এমন ধারাবাহিকতা অব্যাহত রাখতে মাননীয় এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন মহোদয়ের দিক নির্দেশনায়
সর্বোচ্চটুকু দিয়েই চেষ্টা চালিয়ে যাবো।
Leave a Reply