আরশাদ মামুন।
লালমোহন বদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের নতুন কমিটি গঠন হতে যাচ্ছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে আরো বেশি সুসংগঠিত করে গড়ে তোলার পাশাপাশি নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে কমিটি গঠনের সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। আগষ্ট মাসের ভেতরই উক্ত কমিটি ঘোষণা করা হবে বলে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে নতুন কমিটি হওয়ার সম্ভাবনা থেকেই পদ পেতে ইতিমধ্যে লবিং চলছে নেতাকর্মীদের ভেতর। তবে ইউনিয়ন আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী ও সমর্থকগন জানান,
রাজনীতির মাঠে নীতি আর্দশে অটুট থেকে নিজের স্বপ্নকে বাস্তবায়ণে প্রাণপণ চেষ্টা থাকলে সফলতা আসবেই। যার অন্যতম উদাহরণ বদরপুর ইউনিয়নের সফল চেয়ারম্যান প্রিয় আসাদ উল্লাহ মেলকার ভাই ।
ভোলা-৩ আসনের বহুমাত্রিক উন্নয়নের মহানায়ক মাননীয় এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন মহোদয়ের প্রশ্নে আপোষহীন হয়ে দল ও দলীয় নেতা-কর্মীদের জন্য কাজ করার ফলেই পেছন থেকে শত্রুপক্ষের সব কুট কৌশল বিফলে যাচ্ছে। যার ফলশ্রুতিতে সাধারণ মানুষের সাথে মিশে ইউপি সদস্য থেকে বর্তমান ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিশ্বস্ত একাধিক সূত্র জানায়, দলের পুরস্কার হিসেবে ইউনিয়ন যুবলীগ থেকে মুল দল বাংলাদেশ আওয়ামী লীগ বদরপুর ইউনিয়ন শাখার শীর্ষ পদে আসীন হওয়ার খবর মিলছে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে নতুন কোন সংবাদ মিলার সম্ভাবনা রয়েছে বলে নাম প্রকাশ না করা শর্তে দলীয় হাই প্রোফাইল নেতাদের কাছ থেকে এসব তথ্য নিশ্চিত করেন।
যদিও এ আসনের আওয়ামী লীগ কিংবা সহযোগী সংগঠনের রদবদলের ক্ষেত্রে লালমোহন উপজেলা আওয়ামী লীগের সফল দক্ষ সভাপতি ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন মহোদয়ের সিদ্ধান্তই চুড়ান্ত বলেই মানেন দলের সর্বজনে। সুতরাং পুরস্কৃত বা তিরস্কৃত দলীয় পদপদবী দেওয়া কিংবা পদপদবী হীন করা সকল কিছুই সিদ্ধান্তের একমাত্র ঠিকানা মাননীয় এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন মহোদয়।
এমন খবরের বিষয়ে ইউপি চেয়ারম্যান আসাদ উল্লাহ মেলকার বলেন, পদপদবী পাওয়ার আশায় নয় দল ও দলীয় নেতা-কর্মীদের জন্য যতটুকুই করার সৌভাগ্য হয়েছে আর সামনেও যতটুকু হয় সবটুকু আমাদের নেতা আমাদের অভিভাবক মাননীয় এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন মহোদয়ের অবদান। প্রিয় নেতার নির্দেশনা মেনে চলাটাই আমার অঙ্গীকার,তিনি যেটা সিদ্ধান্ত দেবেন সেটাই চুড়ান্ত।
এ বিষয়ে লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার বলেন, আশা করছি চলমান সপ্তাহে নতুন কমিটি গঠন করতে পারবো। সকল প্রক্রিয়া সম্পন্ন। আগামী ২০ তারিখ আমাদের অভিভাবক
মাননীয় এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন মহোদয় এলাকায় আসবেন। তিনি আসলেই নতুন কমিটি ঘোষণা করা হবে।