ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন নিজ নির্বাচনী এলাকার উদ্দেশ্য রওনা করেছেন। ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় ঢাকা সদরঘাট থেকে লঞ্চ যোগে নিজ এলাকার উদ্দেশ্য রওনা করেন এমপি শাওন। তিন দিনের সংক্ষিপ্ত সফরে সরকারি বিভিন্ন কর্মসূচি, উন্নয়নমূলক কার্যক্রম উদ্বোধন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকার বিজয় সুনিশ্চিতে এলাকায় উঠোন বৈঠক, দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
এদিকে এমপি শাওনের আগমনে দলীয় নেতা-কর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য বিরাজ করছে। তিন দিনের সফর শেষে শনিবার বিকেলে ঢাকার উদ্দেশ্য রওনা করে রবিবার মহান জাতীয় সংসদের চলমান অধিবেশনে যোগদান করবেন বলে জানা গেছে।
Leave a Reply