মোঃ রুবেল খান মোংলা বাগেরহাট।
ছিনতাই হওয়া মুঠোফোন উদ্ধারে মোংলায় বিশেষ অভিযান পরিচালনা করে মোংলা থানা পুলিশ।
বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে পুলিশের ওই অভিযান তানবীর আকন(২৩) নামে এক ব্যাক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২টি অ্যান্ড্রয়েড মোবাইল সেট উদ্ধার করা হয়। আটক মোঃ তানভীর মোংলা উপজেলার বুদ্ধিজীবী মোড় এলাকার মো: খলিল আকনের ছেলে।
পুলিশি অভিযানের সময় আটক হওয়া তানবীর এর ২/৩ জন সহযোগি পালিয়ে যায় বলে দাবী পুলিশের।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন জানান, আটককৃত তানভীর জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, গত দুইদিন আগে উপজেলার মেইন গেটের সামনে থেকে রাতে একটি ফোন ও এক সপ্তাহ আগে উপজেলার জালচেরা ব্রিজে এলাকা থেকে আরো একটি ফোন ছিনতাই করে।