
লালমোহন হাজী নুরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
৭ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২ টার দিকে আকস্মিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন কলেজটির প্রতিষ্ঠাতা এমপি শাওন।
উক্ত কেন্দ্রে পরীক্ষার্থীরা নকলমুক্ত পরিবেশে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারায় সন্তোষ প্রকাশ করেন।
এদিকে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে এমপি শাওন সার্বিক পরিস্থিতি ও উৎসবমুখর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রশংসা করার পাশাপাশি এ ধারা অব্যাহতের নির্দেশ প্রদান করেন।