আরশাদ মামুন
ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারের সময়ে ব্যবসায়ীরা কোন প্রকার ঝামেলা ছাড়াই নিরাপদে তাদের ব্যবসা পরিচালনা করছে। শেখ হাসিনা আছেন বলেই আমরা নিরাপদে আছি। নিজেদের স্বার্থেই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় রাখতে নৌকায় ভোট দিতে হবে।
১০ সেপ্টেম্বর সকালে নিজ বাসভবনে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন এসব কথা বলেন।
সভায় আগামী নির্বাচনে পুনরায় নৌকার বিজয় সুনিশ্চিতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অঙ্গীকার করেন ব্যবসায়ীরা।
লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ মোস্তফা মিয়ার সভাপতিত্বে সভায় উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি আলহাজ্ব দিদারুল ইসলাম অরুন, পৌর আওয়ামী লীগ আহবায়ক ও বাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক আলি আহমেদ বেপারী, ব্যবসায়ী নেতা মোশাররফ হোসেন মঞ্জু তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply