
লালমোহন নূরুন্নবী চৌধুরী শাওন ক্রীড়া ও শিক্ষা প্রতিষ্ঠানের খেলোয়ারদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন করেন ভোলা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
বৃহস্পতিবার বিকেলে সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আহাদুল ইসলাম সুজনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন, মাদক ইভটিজিংসহ সামাজিক অবক্ষয়মুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত থাকলে অপরাধ মুলক কর্মকান্ডে জড়ানোর সম্ভাবনা থাকেনা।
ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ আলহাজ্ব দিদারুল ইসলাম অরুন, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, জেলা পরিষদ সদস্য ইশতিয়াক হাসান, উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক রাহাত আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।