
ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছে, আওয়ামী লীগের সরকার দেশের উন্নয়ন করছে এটা বিএনপির সহ্য হয় না। তাই তারা ষড়যন্ত্র করছেন। কিন্তু তাদের কোন ষড়যন্ত্রই কাজে আসবে না। কারণ দেশের মানুষ আওয়ামী লীগের উন্নয়নের পক্ষে রয়েছে।
আজ শনিবার সকালে ভোলার লালমোহনের মঙ্গল শিকদার বাজারে বিএনপি-জামাতের অগুন সন্ত্রাস,জ্বালাও, পোড়াও, নৈরাজ্য সৃষ্টি, দেশ বিরোধী ষড়যন্ত্র ও ভোটাধিকার হরণের পায়তারার প্রতিবাদে এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়ের লক্ষে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নূরুন্নবী চৌধুরী শাওন আরো বলেন, বিএনপির ক্ষমতার আমলে লালমোহন ও তজুমদ্দিন ছিলো সন্ত্রাসের জনপদ। আর আওয়ামী লীগের ১৫ বছরে লালমোহন ও তজুমদ্দিন শান্তি ও উন্নয়নের জনপদ রুপান্তরিত হয়েছে।
এসময় আরো বক্তব্য রাখেন, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক খফরুল আলম হাওলাদার, তজুমদ্দিন উপজেলার সাধারন সম্পাদক ফজলুল হক দেওয়ান, লালমোহন উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ প্রমূখ।