শিশু ও নারী উন্নয়নে সচেতনতা বৃদ্ধির লক্ষে গাজীপুরের কালিয়াকৈরে মঙ্গলবার সকালে দুই দিন ব্যাপী শিশু মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা তথ্য অফিস ও উপজেলা প্রশাসনের আয়োজনে আজ (১০মে) মঙ্গলবার দুপুরে উপজেলা চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। শিশু ও নারী উন্নয়নে সচেতনতামুলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ১ম সংশোধন শীর্ষক প্রকল্পের অধীনে শিশু মেলা উপলক্ষে আলোচনা সভা, কুইজ ও বিতর্ক প্রতিযোগীতা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন- গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান।
এসময় আরো বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন, গাজীপুর জেলা তথ্য কর্মকর্তা জালাল উদ্দিন প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক এস এম সাইফুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, উপজেলা প্রকৌশলী বিপ্লব পাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারোয়ার আলমসহ অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।